ভৌত অবকাঠামো

শ্রেণী কক্ষঃ বিদ্যালয়ের ষষ্ঠ (ক) , সপ্তম (ক) (খ), অষ্টম (ক) (খ), নবম ও দশম শ্রেণির জন্য শ্রেণী কক্ষ ১৭x১২ ফুট আকারে নয়টি পাকা টিনশেড এর কক্ষ রয়েছে।

কমন রুমঃ ছাত্রীদের জন্য ২৫x১২ ফুট মাপের ১টি  ও ছাত্রদের জন্য ২৫x১২ ফুট মাপের আরও ১টি কমন রুম রয়েছে।

মসজিদঃ ছাত্রদের নামাজ পড়ার জন্য ৩০x২০ ফুট মাপের ১টি মসজিদ রয়েছে।

একাডেমি ভবনঃ ২০০০ সালে নির্মিত একাডেমি ভবন রয়েছে। ভবনটিতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,  অফিস সহকারী কক্ষ ও কম্পিউটার রুম রয়েছে।

 

লাইব্রেরীঃ বিদ্যালয়ে একটি পৃথক লাইব্রেরী রুম রয়েছে।

আসবাবপত্রঃ বিদ্যালয়ে ২টি সেল্ফ, ৪টি আলমারি, ১টি প্রজেক্টর, ১টি কম্পিউটার, ল্যাপটপ, স্কেনার, প্রিন্টার, ১টি সোলার প্যানেল, ১টি ওয়ারড্রব, বড় ট্রাংক, ফ্যান ২৬ টি ও সকল শিক্ষকদের আলাদা টেবিল ও চেয়ার রয়েছে।

খেলাধুলার সামগ্রীঃ  ৩ সেট জারসি, ছেলেদের ৪টি ফুটবল, ২টি ভলিবল, ২টি (নেটসহ) এবং প্রস্তুত খেলার মাঠ রয়েছে।

অন্যান্যঃ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের জন্য ১৪০ সেট ব্রেঞ্চ, ১০টি চেয়ার, ১০ টি টেবিল আছে। বিদ্যালয়ের চারপাশ ঘিরে ৩০ টি আম, মেহগনি ও বটগাছ আছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২৫x১০ ফুট মাপের সাইকেল গ্যারেজ ও অফিস কক্ষের সামনে একটি সুন্দর ফুলের বাগান এবং বিদ্যালয়ে পশ্চিমমুখী একটি বড় গেট আছে।

বিদ্যালয়ের শ্রেণি পাঠদানের জন্য ক্লাস রুটিন, একাডেমিক ক্যালেন্ডার, শিক্ষার্থীদের জন্য নোটিশ বোর্ড,  প্রধান শিক্ষকের অফিসে মনিটরিং বোর্ড (শিক্ষক ও কমিটির জন্য) রয়েছে। সমস্ত বিদ্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থা আছে। বিদ্যালয় সংলগ্ন পূর্ব দিকে একটি পুকুর, ছাত্রদের জন্য ২টি ওয়াশরুম, শিক্ষকদের জন্য ১টি ও ছাত্রীদের জন্য কমন রুম সংলগ্ন ৩টি ওয়াশরুম আছে। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৩টি নলকূপ আছে। বিদ্যালয়ের ১টি শহীদ মিনার রয়েছে, সব মিলিয়ে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়।