আসালামুআলাইকুম,
সবুজ শ্যামলে পরিপূর্ণ রংপুরের দক্ষিণে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়েনপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি এ বছর ৫৫ বছরে পদার্পণ করলো। ৫৫ বছর ধরেই এটি এই জ্ঞানপদে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আসছে, করছে আলোকিত মানুষ তৈরীর কাজ। সদাচঞ্চল, উচ্ছল নতুন শিক্ষার্থীরাই এই স্কুলের প্রাণ। তোমাদের কে জানাই প্রাণঢালা অভিনন্দন।
জ্ঞানের আলো জ্বালিয়ে জাতির আগামীর স্বপ্ন পূরণে তোমরা হয়ে ওঠো ভবিষ্যৎ দিনের কান্ডারী। পাঠ্য অর্জনের পাশাপাশি শিক্ষা গুরুর নির্দেশনা, অনুপ্রেরণা, নিয়মিত পড়াশোনা, নিয়মানুবর্তিতা, বিজ্ঞান মনস্কতা ও উদার মানবিকতায় পরিপূর্ণ হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠো, দেশের জন্য যা বড়ই প্রয়োজন।
সুশিক্ষায় উদ্বুদ্ধ হয়ে, আলোকিত মানুষ হয়ে এগিয়ে যাও আগামীর পথে, তোমাদের কাছে এই প্রত্যাশাই করি।
মোঃ মোক্তার হোসেন
প্রধান শিক্ষক
ময়েনপুর উচ্চ বিদ্যালয়।