প্রতিষ্ঠানের ইতিহাস

মিঠাপুকুর উপজেলাধীন ময়েনপুর ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৬৯ সালে জুনিয়র হাই স্কুল নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। শিক্ষা বোর্ড কর্তৃক মঞ্জুরীর জন্য স্থানীয় মহৎ গ্রাম ব্যক্তি মরহুম আবু এহছান উদ্দিন সরকার, পিতা মৃত নছর উল্লাহ, গ্রামঃ ময়েনপুর পূর্ব পাড়া ৮/০২/১৯৭০ ইং তারিখে ৪৯৮৯ নং দলিল মূলে ১.১০ একর জমি দান করেন।

১৯৭২ ইং সালে ময়েনপুর জুনিয়র হাই স্কুল নামে বোর্ড কর্তৃক মঞ্জুরিভুক্ত হয়। উক্ত জুনিয়র স্কুলটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার জন্য বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আবু এহসান উদ্দিন সরকার সহ বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তি পুনরায় উদ্যোগ গ্রহণ করেন। তারই সূত্র ধরে প্রতিষ্ঠাতা জনাব এহসান উদ্দিন সরকার ও তার চাচাত ভাই মফিজ উদ্দিন সরকার সহ ৭৪৩৬ নং দলিল মূলে আরো .৪০ শতক জমি ২৫/০৮/১৯৯০ ইং তারিখে উচ্চ বিদ্যালয়ের নামে দান করেন।

অতঃপর শিক্ষা মন্ত্রণালয় ০১/০১/১৯৯২ তারিখ হইতে প্রতিষ্ঠানটি  ময়েনপুর উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করেন ফলে, উক্ত প্রতিষ্ঠানটি ময়েনপুর উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।